এই দিনের ছড়া
বিয়ের বয়স বারো চাই
সুবীর বসাক
আয় ছেলেরা আয় মেয়েরা
ভোট যে দিতে যাই
বয়স হলো সতেরো ভাই
শিশু তো আর নাই।
গলাতে দিই ফুলের মালা
যিনি করেন দাবি
এই কথাটি কেমন করে
মাথায় এলো, ভাবি।
শিশুরা আজ নেই তো ছোটো
দশ হলে সে পাকে
নেট ঘেঁটে যে দুনিয়া তার
হাতের মুঠোয় রাখে।
আর একটি দাবি জানাই
ভেবে দেখতে পারো
বিয়ের বয়স এগিয়ে এনে
করতে পারো বারো।