এই দিনের ছড়া
উপকূলে আহাজারি
সুবীর বসাক
উপকূলে আহাজারি
রেমালের তাÐবে
ঝড় আসে ঝড় যায়
ক্ষতচিহ্নটা রবে।
জনপদ তছনছ
বিধ্বস্ত বাড়িঘর
ঝড় আর ঢেউ করে
ধ্বংস যে রাতভর।
সম্পদহারা হয়ে
কাঁদে উপকূলবাসী
চিন্তার ভাজ ভালে
নেই মুখে কারো হাসি।
ধাক্কাটা সামলিয়ে
ফের তারা কাজে নামে
এইভাবে টিকে থাকে
জীবনের সংগ্রামে।