এই দিনের ছড়া
নজিরবিহীন বেনজীর
সুবীর বসাক
ইতিহাসে বেনজীর
করে নেয় ঠাঁই
তার মতো নজির যে
দ্বিতীয়টি নাই।
বিঘা বিঘা জমি চাই
চাই বাড়ি-গাড়ি
অবৈধ পথে আয়
টাকা কাঁড়ি কাঁড়ি।
লোভে পাপ আর পাপে
মরণ যে হয়
ইতিহাসে ভূরিভূরি
প্রমাণ তো রয়।
দুদকের সন্ধানে
যাবে সব জানা
পাপকাজে ঘড়া তার
ভরা ষোলো আনা।