এই দিনের ছড়া
বাদের চেয়ে দেরি ভালো
সুবীর বসাক
বাদের চেয়ে দেরি ভালো
হোক না শুরু তবু
নইলে তবে এ বিচারও
হবে না আর কভু।
পদে থাকার শুরু থেকেই
অঢেল কামায় টাকা
উপরি রুজি-রোজগারেতে
টাকায় পড়েন ঢাকা।
নিজে ছাড়াও স্ত্রী-কন্যার
নামে রাখেন জমা
প্রমাণ হবে আদালতে
কেউ পাবে না ক্ষমা।
পুলিশ সেজে ডাকাত হয়ে
করলে শুধু লুট
ভাবো এখন জেলখানাটা
দূর যে কত ফুট।