ভোট সমাচার
সুবীর বসাক
উপজেলায় ভোটাভুটির
গেলো প্রথম ধাপ
ভোট ছিল না প্রাণবন্ত
ছিল নিরুত্তাপ।
ভোট মানে তো মিছিল-সভা
করবে দলে দলে
আড্ডা হবে, বাহাস হবে
বসে চায়ের স্টলে।
প্রার্থী যাবে সবার ঘরে
দিবে কড়ায় নাড়া
কেউ বা রবে খিল যে এঁটে
কেউ বা দিবে সাড়া।
আস্থা যদি নাই বা কারো
থাকে ভোটের প্রতি
এমন ভোট হলেই বা কী
না হলে নেই ক্ষতি।