এই দিনের ছড়া
স্বপ্ন গেল টুটে
সুবীর বসাক
বিদেশ যাবে টাকা জমায়
কিংবা বেচে বাড়ি
ধারকর্জ করে বা কেউ
সাগর দিবে পাড়ি।
স্বপ্ন থাকে চোখে তাদের
দু:খ দূরে যাবে
দুই বেলাতে দু’মুঠো ভাত
পেটটি ভরে খাবে।
এয়ারপোর্টে এসে শোনে
ফিরতে হবে ঘরে
সবার যেন মাথার ওপর
আকাশ ভেঙে পড়ে।
দালালচক্র হাজার কোটি
টাকা যে নেয় লুটে
পথে সবাই পড়ল বসে
স্বপ্ন গেল টুটে।