এই দিনের ছড়া
টাকা চাই!
সুবীর বসাক
টাকা ছাড়া লাভ নেই
শুধু বেঁচে থাকা
যে কাজেই হাত দাও
টাকা চাই, টাকা!
পেতে চাও বিধবা বা
বয়স্কভাতা
মেম্বার টাকা খায়
করে ছুতানাতা।
রিলিফের মাল নিবে
‘স্লিপ’ পেতে চাও?
আগেভাগে বখশিস
ট্যাঁকে গুঁজে দাও।
এ সমাজে মানুষের
দেখি কত রূপ
টাকা খেয়ে কেউ থাকে
একদম চুপ।