এই দিনের ছড়া
আসছে বাজেট
সুবীর বসাক
বাজেট এলে মাথার ওপর
পড়বে ভেঙে বাজ
উৎকন্ঠায় থাকি কারণ
পেশ হবে যে আজ।
বাজেট পেশের পরে যেন
এটাই চালু রীতি
মাঠ যে গরম রাখতে দিবে
বক্তৃতা-বিবৃতি।
কেউ বা রবে পক্ষে কেউ
দাঁড়ায় বিপরীতে
জনগণকে দেখছি না তো
তারা কিছুই দিতে।
গরিব যারা জানে তাদের
আসছে কঠিন দিন
হাল ধরতে বাড়বে আরো
সংসারের ঋণ।