এই দিনের ছড়া
কালো টাকা সাদা হয়
সুবীর বসাক
ঘুসখোর-সুদখোর
আর নেই ভয়
আইনেই কালো টাকা
সাদা আজ হয়।
অবৈধ টাকা নিয়ে
নেই আর ঝুঁকি
বছরেতে কিছু টাকা
দিবে ভর্তুকি।
তাহলেই সব মাফ
যত পাপ করো
দুই নম্বরি পথ
তাই সবে ধরো।
সৎ পথে যদি তুমি
করো কিছু আয়
গড়ে বেশি টাকা বুঝি
‘কর’ দিতে যায়।