এই দিনের ছড়া
বাচাল স্বভাব
সুবীর বসাক
মুখে যার শুধু খই
ফোটে হরদম
বেশি কয় মিছা কথা
খাঁটি কথা কম।
বকবক শুনে তার
কান ঝালাপালা
মন চায় ধরে তাকে
মুখে মারি তালা।
বসে বসে সময়ের
করে অপচয়
কথা বলে অযথাই
আয়ু করে ক্ষয়।
বাচাল এ স্বভাবের
লোক চারিপাশে
মুখে বিড়ি ফুঁকে আর
খুকখুক কাশে।