এই দিনের ছড়া
সাদা-কালো সমান
সুবীর বসাক
সাদা-কালো দুই ভাই
হাত ধরে চলে
কালো দিয়ে ঢাকা রাত
দিনে আলো জ্বলে।
কালো মানে গম্ভীর
সাদা দিলখোলা
নীরবতা ভেঙে সাদা
প্রাণে দেয় দোলা।
চোখ বুঁজে কালো দেখি
খুললেই আলো
কালো আছে বলে বুঝি
বাকি রং ভালো।
সাদা-কালো সমান যে
নেই এতে ভুল
এক বৃন্তেই তারা
যেন দুটি ফুল।