এই দিনের ছড়া
নেশা
সুবীর বসাক
কেউ বা খায় গাঁজা আবার
কেউ বা হেরোইন
নেশার ঘোরে হুঁশ হারিয়ে
রাতকে ভাবে দিন।
কারও আছে জুয়ার নেশা
খেলে সুযোগ পেলে
ভিটে-মাটি সব বেচে সে
এখন আছে জেলে।
আছে কারও মালের নেশা
লাগায় সুদে টাকা
বছর ঘুরে দ্বিগুণ হয়ে
টাকায় পড়ে ঢাকা।
কারও আছে ভোটের নেশা
নেই তো জনমত
তবুও সে যে দাঁড়ায় ভোটে
হারায় জামানত।