এই দিনের ছড়া
ছাগলনামা
সুবীর বসাক
ছাগল ক্রয় করেছিলাম
দেখে লম্বা দাড়ি
তোর সঙ্গে দিলাম আমি
চিরজনম আড়ি।
না হয় ছবি দিয়েছিলাম
ফেসবুকেতে তুলে
দাম নিয়ে যে এতো কাÐ-
ছবিটা তোর মূলে।
গলায় তোকে জড়িয়ে ধরে
বানাই তোকে মিতা
এই ছবিটা দেখার পরে
চিনে না হায় পিতা।
মনে অনেক কষ্ট নিয়ে
রচি ছাগলনামা
আমায় দেখি ঠিক চিনেছে
ফেনীর এমপি মামা।