এই দিনের ছড়া
ছাগল বৃত্তান্ত
সুবীর বসাক
ছাগল নিয়ে এত্ত লেখা
নয় মিছা বা যা তা
এই খবরে ভরা এখন
পত্রিকার পাতা।
পনেরো লাখে ছাগল কিনে
বায়না দিলো এক
তার পিতা কি ধনকুবের
নাকি সৌদি শেখ?
সেলফি তুলে দেখায় পরে
উৎসাহ যে অতি
এক ছাগলে আনলো টেনে
বাপ-দাদার নথি।
কথায় আছে খাবেই ধরা
করলে বেশি পাপ
ছাগলকাÐে বেরিয়ে এলো
কেঁচো খুঁড়তে সাপ।