এই দিনের ছড়া
ছাগলে চোর ধরে
সুবীর বসাক
আগের দিনে চোর ধরতে
চালান দিতো বাটি
বাটিই নাকি বুঝতে পারে
কে চোর কে খাঁটি।
তুলা রাশির জাতক হলে
বাটিই নিতো টেনে
চোরের বাড়ি গিয়ে হাজির
ঠিকানা তার জেনে।
এসব হলো শোনা কথা
দেখিনি নিজ চোখে
আগের দিনে তাবিজ-ফুঁতে
ভরসা পেতো লোকে।
নিজের চোখে দেখেছি আজ
ছাগলে চোর ধরে
এমন ছাগল একটি করে
থাকুক প্রতি ঘরে।