ছোট দল, বড় গলা
সুবীর বসাক
ছোট দল তবু তার
আছে বড় গলা
জনগণ তার থেকে
পায় কাঁচকলা।
বিবৃতি ছাড়া কিছু
পড়ে না তো চোখে
দলটির নাম জানে
কয়জন লোকে?
নেতা আর কর্মী যে
আছে হাতেগোনা
ভোট এলে দলটির
নাম যায় শোনা।
কদর তো বাড়ে শুধু
গড়তে যে জোট
দলনেতা চুপ পেয়ে
কড়কড়ে নোট।