এই দিনের ছড়া
ছাগল রক্ষা কমিটি
সুবীর বসাক
বসেছে সব বিজ্ঞজনে
করতে ছাগল রক্ষা
নইলে নাকি হস্তী-ঘোড়া
সবাই পাবে অক্কা।
পড়লে ধরা ছাগলবেটা
হবে সবার মরতে
কান টানলে আসবে মাথা
পড়বে দু’পা গর্তে।
আতঙ্কের ছায়া সবার
মন রেখেছে ঘিরিয়া
কেঁচো খুঁড়তে সাপ বুঝি বা
আসবে ঘরে ফিরিয়া।
সুযোগ করে দিলাম কত
কালো অর্থ পাচারে
ছাগলে কয়, কমিটি র্ক
আমায় তোরা বাঁচা রে।