এই দিনের ছড়া
মার্কিনে ভোট
সুবীর বসাক
অন্য দেশের নির্বাচনে
ঘোরাও তোমরা দাও
নিজের দেশের ভোটের ঠ্যালা
এইবার সামলাও।
সহিংসতা, হামলা-ঘেরাও
কম হয়নি আগে
চার বছরের পুরান স্মৃতি
সবই মনে জাগে।
জো বাইডেন কিংবা ট্রাম্প
সবাই যুদ্ধবাজ
ফিলিস্তিনের গাজা শহর
ধ্বংসস্তুপ আজ।
নভেম্বরে মার্কিনে ভোট
শুরু এবার খেলা
আমরা শুধু দেখবো চেয়ে
সামলায় কে ঠ্যালা।