এই দিনের ছড়া
বানের হাতছানি
সুবীর বসাক
আকাশ ভেঙে বৃষ্টি পড়ে
উঠোন ভরা জল
ড্রেনের পানি সড়কজুড়ে
করে ছলাৎ ছল।
পাহাড় বেয়ে ঢল যে নামে
বাড়ে নদীর পানি
এবারও কি দেখছি তবে
বানের হাতছানি?
আষাঢ় মাসে বর্ষা আসে
ঘর পানিতে ভাসে
সবাই মিলে থাকতে হবে
বানভাসিদের পাশে।
দুর্যোগেতে ভয় পেয়ো না
আমরা আছি সবে
প্রকৃতির সাথে লড়াই
করে বাঁচতে হবে।