এই দিনের ছড়া
দুদক-ভীতি
সুবীর বসাক
দুর্নীতিবাজ কর্মচারী
দুদকে পায় ভয়
আতঙ্কেতে থাকে শুধুই
কখন কী যে হয়।
চাকরি করে অসৎপথে
কামায় কোটি টাকা
প্রকাশ হলে পরে সে দেয়
হঠাৎ যে গা-ঢাকা।
ছেলের নামে মেয়ের নামে
বউ যায় না বাদ
সবার নামে লিখে যে দেয়
পূরণ করে সাধ।
সময় বুঝি ঘনিয়ে আসে
নেই বেশি যে দেরি
দুদক ধরে পরিয়ে দিবে
পায়ে ডান্ডাবেড়ি।