এই দিনের ছড়া
আমার বঙ্গদেশ
সুবীর বসাক
এমন দেশটি কোথায় আছে
কামাই করা সোজা
নাম বলতে লাগবে না তো
মানচিত্র খোঁজা।
গতকালকে ছিলো না যার
কোনোই কানাকড়ি
আজ সকালে ওঠেই দেখি
হাতে সোনার ঘড়ি।
টাকা রুজির নানারকম
উপায় সেথা আছে
কিছু লোক তো ধান্দাবাজি
করেই শুধু বাঁচে।
বোঝোনি তাও? শুনে যে নাও
বলছি তবে বেশ
ধন-ধান্য-পুষ্প-ভরা
আমার বঙ্গ দেশ।