টাকা দিলে সনদ মিলে
সুবীর বসাক
টাকা দিলে সনদ মিলে
কী লাভ তবে পড়ে
বিএ-এমএ পাশের সনদ
পৌঁছে যাবে ঘরে।
সেই সনদে চাকরি হবে
পাবে বেতন-ভাতা
সঙ্গে তুমি ‘উপরি’ পাবে
খাটিয়ে নিলে মাথা।
সনদ আছে নানাপ্রকার
যখন যেটা লাগে
খোঁজ করলে পাবেই শুধু
টাকাটা চাই আগে।
বলতে এটা শরম লাগে
বলছি তবু ভাই
মুক্তিযোদ্ধার ‘ভুয়া সনদ’
রাজাকারের নাই।