এই দিনের ছড়া
ড্রাইভার তোর পায়ে ধরি
সুবীর বসাক
ড্রাইভার ভাই, দু’পায় ধরি
আর খুলিস্ না মুখ
যা বলেছিস তাতেই আমার
বুক করে ধুকপুক।
প্রশ্নফাঁসে চাকরি হলো
হই অফিসের বস্
মাত্র সবে জীবন শুরু
কামাচ্ছি নাম-যশ।
জমিজিরাত বিক্রি করে
দিলাম কোটি টাকা
তোর ওপরই মান-ইজ্জত
আমার টিকে থাকা।
ডিমথেরাপি দিলেও থাকিস
মুখে কুলুপ এঁটে
দু’চার মাস পরেই জানি
বেরোবি জেল খেটে।