এই দিনের ছড়া
আমার প্রশ্নপত্র চাই
সুবীর বসাক
পাশ করেছি অনেক আগে
বেকার বসে আছি
কেরানি নয় পিয়ন পদে
চাকরি হলে বাঁচি।
বাপের ঘাড়ে বসে খাবার
আর কতো যে খাবো
ঘুরে জুতোর সুকতলা ক্ষয়
চাকরি কবে পাবো।
কনের বাবা ঘুরছে পিছু
দায়মুক্তি চান
করতে তিনি চান মেয়েকে
সৎপাত্রে দান।
যৌতুক তো অনেক আছে
প্রয়োজন তো নাই
পাত্র হয়ে একটি দাবি
প্রশ্নপত্র চাই।