এই দিনের ছড়া
এমন দেশ চাই না
সুবীর বসাক
এমন দেশ চাই না মোরা
চাই না বিভাজন
আজকে কেন হারিয়ে যাবে
মায়ের বুকের ধন।
আজও কেন মরবে খোকা
লাগবে বুকে গুলি
রক্তে লাল হবে আবার
কেন পথের ধূলি।
কোমলমতি ছাত্রসমাজ
তাদের কিছু দাবি
সরকারের হাতেই আছে
সমাধানের চাবি।
খুঁজতে হবে নাড়ছে কারা
পেছনে কলকাঠি
এ দেশ যেন না হয় কভু
রাজাকারের ঘাঁটি।