এই দিনের ছড়া
বন্ধু চেনা দায়
সুবীর বসাক
সুখের দিনে সবাই থাকে
রাখে সবাই ঘিরে
বিপদ ঘাড়ে চাপলে পরে
তাকায় না তো ফিরে।
সুখের দিনে স্বজন থাকে
বন্ধু থাকে পাশে
ডাক না দিতে তখন তারা
অমনি ছুটে আসে।
নেই কমতি ভালোবাসার
কতো যে ভাব-মিল
বিপদ এলে দিবে তখন
দরজায় যে খিল।
ডাকলে সাড়া দেয় না তারা
উলটো দিকে যায়
এই জগতে বুঝি আসল
বন্ধু চেনা দায়।