মেয়েরা এগিয়ে
সুবীর বসাক
খেলাধুলায় যেমন ভালো
পরীক্ষাতেও তাই
রেজাল্ট প্রকাশ হলে পরে
প্রমাণ হাতে পাই।
সব ক্ষেত্রে শীর্ষে মেয়ে
এগিয়ে তারা যায়
ছেলের দলে মত্ত থাকে
রকেতে আড্ডায়।
রাজনীতিতে এগিয়ে তারা
ধরে দেশের হাল
প্রশাসনেও মেয়েরা আজ
মিলিয়ে চলে তাল।
ধারণা আজ পালটে গেছে
অবলা নয় নারী
বুক ফুলিয়ে বলে এখন
আমরা সব পারি।