এই দিনের ছড়া
অপেক্ষা
সুবীর বসাক
সব ভালো হবে যদি
শেষ হয় ভালো
তরুণরা দেখিয়েছে
আঁধারেতে আলো।
দেশ যেই পড়েছিল
ঘোর সংকটে
বীরবেশে তরুণের
আগমন ঘটে।
রাজপথে নেমে পড়ে
তরুণের দল
হতাশার মাঝে বুকে
এনে দেয় বল।
হোক ধীরে; চাই না তো
কিছু রাতারাতি
ভালো কিছু দেখবার
অপেক্ষায় জাতি।