এই দিনের ছড়া
গুজবে কান
সুবীর বসাক
এই দেশেতে গুজব দ্রæত
ছড়ায় চারিপাশে
গুজবে কান দিয়ে বা কেউ
ছোটে ঊর্ধ্বশ্বাসে।
গুজব জানি যায় না দেখা
দু’কানে হয় শোনা
রটিয়ে কেহ হাসিল করে
স্বার্থ ষোলো আনা।
ভালো কাজের লাগতে পিছু
গুজব দাও ছেড়ে
অমনি ছুটে কিছু মানুষ
আসবে পিছু তেড়ে।
গুজব হলো কঠিন ব্যামো
ওষুধ জানা নাই
বড় বিপদ আনবে ডেকে
কান দিয়ো না ভাই।