এই দিনের ছড়া
বস্তা ভরে ঘুষের টাকা
সুবীর বসাক
বস্তা ভরে ঘুষের টাকা
নিতেন নাকি তিনি
তার আমলে হয় পুলিশে
পদ যে বিকিকিনি।
বদলি হতে লাগতো নাকি
অর্থ কাঁড়ি কাঁড়ি
ঘুষের টাকা বস্তা ভরে
পৌঁছে যেতো বাড়ি।
মাঠ থেকে যে টাকা আদায়
করতো সিন্ডিকেটে
এইভাবে যে ঘুষের টাকা
ঘুরিয়ে যেতো পেটে।
কোথায় গেলো দম্ভ যে তার
কোথায় বাহাদুরি
কই লুকালেন চোরের মতো
হস্তে পরে চুড়ি।