ডোনাল্ড লু’র সফর
সুবীর বসাক
ডোনাল্ড লু বারবার
এই দেশে আসে
নিজ দেশে ছেড়ে কেন
যায় পরবাসে।
আমাদের মাথাব্যাথা
আমাদের থাক
সাবধান করে দিই
গলাবে না নাক।
চেয়ে দেখো নিজ দেশে
ঘটে কী যে আজ
বিক্ষোভে ফেটে পড়ে
ছাত্রসমাজ।
মানবতা লঙ্ঘিত
ঝরে প্রাণ তাজা
মুখে তালা, আসে যেই
প্রসঙ্গ গাজা।