এই দিনের ছড়া
বাড়িয়ে দিই হাত
সুবীর বসাক
যেদিকে চাই সব দিকেতে
পানি এবং পানি
কদিন ধরে যম-মানুষে
চলছে টানাটানি।
তলিয়ে গেছে ঘরবাড়ি ও
খেত পানির তলে
গরু-ছাগল হাঁস-মুরগি
ভাসিয়ে নেয় ঢলে।
কালকে ছিল সবকিছু যে
আজকে গৃহহীন
শুকনো খাবার খেয়ে শুধু
কষ্টে কাটে দিন।
ত্রাণশিবিরে উৎকন্ঠায়
কাটে দিবস-রাত
সবাই এসো তাদের দিকে
বাড়িয়ে দিই হাত।