এই দিনের ছড়া
বন্যার ক্ষত
সুবীর বসাক
বানের পানি নামছে দ্রুত
ওঠছে ফুটে ক্ষত
দৃশ্য দেখে সবার আসে
কান্না অবিরত।
ঘরেতে নেই টিনের বেড়া
ওপরে নেই চাল
উজান থেকে বন্যা এসে
করেছে এই হাল।
রাস্তাঘাটের করুণ দশা
যায় না হাঁটাচলা
কীভাবে দিন চলবে ভেবে
শুকিয়ে আসে গলা।
এইভাবে তো যায় না বাঁচা
হয়ে কর্মহীন
মিনতি এই সাহায্যের
হাত বাড়িয়ে দিন।