এই দিনের ছড়া
মামলা দিতে যাই
সুবীর বসাক
আয় ছেলেরা আয় মেয়েরা
মামলা দিতে যাই
আসামিদের লিস্টি করি
বাছবিচার নাই।
প্রতিবেশীর সাথে আমার
বিরোধ ছিলো আগে
মামলা দিয়ে ঢুকাই জেলে
পেয়েছি আজ বাগে।
বিদেশ পাড়ি দিয়ে বাঁচেন
কেউ দেন গা-ঢাকা
তালিকাটার ভয় দেখিয়ে
কামাই করি টাকা।
চারিদিকেই টাকার খেলা
লেগেছে আজ ধুম
কেউবা সুখে নৃত্য করে
কারো বা নেই ঘুম।