এই দিনের ছড়া
‘আমার সোনার বাংলা ….’
সুবীর বসাক
যে গান গেয়ে একাত্তরে
অস্ত্র হাতে ধরি
পাকসেনাদের সঙ্গে মোরা
জীবন দিয়ে লড়ি।
সেই গানের বাণী ও সুর
আছে মর্মে গাঁথা
কে বা কারা পালটাতে চায়
ইতিহাসের পাতা।
দেশের কথা মায়ের কথা
আছে যে এই গানে
মান রাখতে আমরা রাজি
জীবন বলিদানে।
দুঃখ ভোলায় যে গান আর
ফোটায় মুখে হাসি
‘আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি’।