এই দিনের ছড়া
মৃদুভাষী মন্ত্রী
সুবীর বসাক
কথা কন কম কম
হন মৃদুভাষী
তিনি হন বড় চোর
বড় সন্ত্রাসী।
পুলিশের বদলিতে
খান তিনি ঘুষ
পরিমাণ শুনলেই
হারাই যে হুঁশ।
দেখে তাকে মনে হয়
বড় সজ্জন
দিনে দিনে বাড়ে তার
সম্পদ-ধন।
মৃদুভাষী মন্ত্রীর
নেই আজ খোঁজ
পালাবার রাস্তাও
হয়ে গেছে ‘ক্লোজ’।