এই দিনের ছড়া
ভুলি কী করে
সুবীর বসাক
অতীতকে যাবে না তো ভোলা
ইতিহাস ভুলি কী করে
বাংলার স্বাধীনতা এনেছি
নয় মাস প্রাণপণ লড়ে।
ত্রিশ লাখ শহিদের রক্তে
এই মাটি হয়েছিল লাল
লাল-সবুজের পতাকাটা
উড়বেই জানি চিরকাল।
গেরিলারা শপথ নেয় গেয়ে
‘আমার সোনার বাংলা’ গান
ধৃষ্টতা দেখায় ওরা কারা
করে এই গানের অসম্মান।
ওদেরকে চিনে রেখো সকলেই
চিনেছিলাম সেই একাত্তরে
প্রয়োজনে আবারও গড়ে তুলবো
দুর্গ যে প্রতি ঘরে ঘরে।