এই দিনের ছড়া
বেগমপাড়ার সাহেব
সুবীর বসাক
দেশ থেকে যে হাজার কোটি
অর্থ করে পাচার
বেগমপাড়ার সাহেবরা আজ
উপায় খোঁজে বাঁচার।
ব্যাংক লুটে যে খালি করে
লুটে শেয়ার বাজার
ভাবনা ছিল বাকি জীবন
থাকবে হালে রাজার।
লুকিয়ে গিয়ে বেগম পাড়ায়
আঁটেন নানা ফন্দি
কেউবা আবার ধরা পড়ে
জেলখানাতে বন্দি।
বেগমপাড়ায় ভিড় বেড়েছে
বাড়ছে পদচারণা
কত টাকার মালিক সাহেব
করতে পারো ধারণা?