এই দিনের ছড়া
সিন্ডিকেটে বন্দি
সুবীর বসাক
যেমন ছিল তেমন আছে
বাজারজুড়ে আগুন
হাতের কাছে যা পান কিনে
চটজলদি ভাগুন।
কী কিনবেন? পেঁয়াজ-আলু
কিংবা হাঁসের ডিম
দাম শুনে যে চোখ কপালে
শরীর ঠান্ডা-হিম।
মাছবাজারে যায় না ঢোকা
ধারে-কাছেও যাই নে
পনের দিন চলা যে দায়
পেয়ে মাসের মাইনে।
দামের ঘোড়া টগবগিয়ে
ছুটছে দিবস-রাতে
এখনও তো বন্দি আছি
সিন্ডিকেটের হাতে।