এই দিনের ছড়া
বাপ-পুতের কীর্তি
সুবীর বসাক
যেমন পিতা তেমন পুত্র
কেউ নয়তো কম
ঘুসের টাকা দুজন মিলে
খেতো যে হরদম।
পুলিশ পদে চাকরি নিবে
হবে কি ট্রান্সফার?
পিতার হয়ে ছেলেই নিতো
লেনদেনের ভার।
পদোন্নতি চাইতে গেলে
লাগতো শুধু টাকা
এত্ত টাকা- টাকার নিচে
থাকতো পড়ে ঢাকা।
কোথায় গেলো সে দিনগুলো
সব বিধাতার ছক
পুত্র শেষে খাইলো ধরা
মন্ত্রী পলাতক।