লু সমাচার
সুবীর বসাক
ঝড়ের বেগে লু যে আসেন
ঝড়ের বেগে যান
গরিব ঘরে তিনি হলেন
দামি মেহমান।
তিনি আসার পরে সবাই
বসেন নড়েচড়ে
চেয়ার বুঝি উলটে যাবে
লু নামক যে ঝড়ে।
কেউ বা ভাবে তার আছে যে
যাদু-মন্ত্র জানা
তার তাবিজে পেতেই পারে
ফেরত গদিখানা।
তার মনের গোপন কথা
শুধু জানেন তিনি
একাত্তর সাল থেকে মোরা
দেশটাকে তো চিনি।