এই দিনের ছড়া
পাহাড়ে ধস
সুবীর বসাক
পাহাড় ঘেঁষে প্রাণের ঝুঁকি
নিয়ে বসত গড়ে
অধিক বৃষ্টি হলে পরে
পাহাড় ধসে পড়ে।
কেউবা পাহাড় কেটে কেটে
তুলছে সেথা ঘর
গাছগাছালি কেটে সাবাড়
ওরা যে তস্কর।
প্রকৃতির নিয়ম এটা
খ্যাপাও যদি তাকে
দুর্বিপাকে পড়ে যাবেই
পরপারের ডাকে।
প্রতিবছর এক ঘটনা
ঘটে পাহাড় ধস
ঘরবাড়ির হয় যে ক্ষতি
কতো জীবন লস্।