এই দিনের ছড়া
নিজের ঢোল নিজে পেটাই
সুবীর বসাক
আমার কথা অন্য লোকে
বলবে না তা জানি
তাইতো আমি পেটাই নিজে
নিজের ঢোলখানি।
আমি শ্রেষ্ঠ আমিই সেরা
ভাষণ দিয়ে বলি
শুনতে যদি না চায় কেউ
দু’কান দেবো মলি।
সবাই দেখি করেন শুধু
ব্যস্ত থাকার ভান
পরের কথা শুনতে মানা
বন্ধ রাখেন কান।
তাইতো আমি ইচ্ছেমতো
পিটিয়ে যাই ঢ্যাঁড়া
এই কথাটি বলে বেড়াই
আমি হলাম সেরা।