এই দিনের ছড়া
দরবেশকাণ্ড
সুবীর বসাক
ভাব যেন সাধুজন
গোবেচারা হাবা
এক নামে চিনে তাকে
‘দরবেশ বাবা’।
ধবধবে সাদা দাড়ি
লেবাসটা এই
তার মতো ভণ্ড যে
দ্বিতীয়টি নেই।
পুঁজিবাজারেতে করে
কারসাজি নানা
লাখো লোক পথে বসে
ইতিহাস জানা।
পালাতে সে চেয়েছিল
দাড়ি তার ছেঁটে
ধরা পড়ে এইবার
মরো জেল খেটে।