এই দিনের ছড়া
মবের মুল্লুক
সুবীর বসাক
মাঝে মাঝে চেক করি
ফেলি কি না শ্বাস
মবেরই মুল্লুকে
করি বসবাস!
কখন যে কাকে ধরে
পিটে গণহারে
এগিয়ে যে এসে কেউ
বাঁচাবে না তারে।
আইনের শাসনের
অভাবে যা হয়
দুর্বৃত্ত ঘাড়ে চড়ে
অসাধুর জয়।
সকলেই ভয়ে চুপ
ইশারায় বলে
দেশটা কি শেষমেশ
যাবে রসাতলে?