এই দিনের ছড়া
হাতবদল
সুবীর বসাক
চাঁদাবাজি-দখলবাজি
চলছে সমানতালে
এটা বুঝি হবে না আর
বন্ধ কোনোকালে।
ক্ষমতার পালাবদল
হওয়ার সাথে সাথে
হাতবদল হয়ে শুধু
যায় যে আরেক হাতে।
ক্ষমতায় কে এলো-গেলো
নেই তো মাথাব্যথা
সবাই এটা বুঝে গেছে
নেই গরিবের নেতা।
চাঁদাবাজি-দখলবাজি
সব আমলে চলে
হ্যান্ করেঙ্গা ত্যান্ করেঙ্গা
মুখে শুধুই বলে।