এই দিনের ছড়া
ভাল্লাগে না ছাই
সুবীর বসাক
গরম বেশি লাগলে বলি
ভাল্লাগে না ছাই
ফ্যান বন্ধ হলে পরেই
প্রাণ যে আইঢাই।
বলি তখন আকাশ ভেঙে
নামতো যদি ঢল
প্রাণ জুড়িয়ে যেতো সবার
গায় পড়ে যে জল।
দুদিন ধরে বৃষ্টি ঝরে
আকাশ হয়ে ফুটো
এটাও দেখি ভাল্লাগে না
মন্দ হলো দুটো।
শীত-গ্রীষ্ম-বর্ষা ঋতু
কোনটা ভালো তবে
আসল কথা সব ঋতুতে
মানিয়ে নিতে হবে।