হোসেন মাহবুব কামাল, স্টাফ রিপোর্টার, বাজিতপুর : কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে বাজিতপুর ব্রাঞ্চের সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রভূত উন্নতি হয়েছে। শান্ত প্রায় সব অফিস আদালত। তারা থানা, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা নির্বাহী অফিস সহ সকল অফিস সচল করেছেন। শহর, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম-গঞ্জে টহল দিয়ে জনমনের ভীতি দূর করতে মাইকিং ও বিভিন্ন মন্দির পরিদর্শন করে তাদের পাশে দাঁড়াচ্ছেন।
যদিও বাজিতপুরে এখন পর্যন্ত কোনো মসজিদ বা মন্দিরে আক্রমণ হয়নি। যে কোনো অপরাধ, বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকান্ড হলেই তাৎক্ষণিক সেনাবাহিনীর সাথে যোগাযোগের জন্য স্থানীয়দেরকে মোবাইল নাম্বার দিয়েছেন।
সকল ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।
সকল সামাজিক ও সরকারি মাধ্যমের সাথে যোগাযোগ রেখে চলছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় বাজিতপুর সেনা ক্যাম্পে স্থানীয় গনমাধ্যম কর্মিদের সাথে মত বিনিময় হয়। এই সময় ক্যাপ্টেন নিবীর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারশিদ বিন এনাম, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ, বাজিতপুর থানার ওসি মোর্শেদ জামান সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে উপজেলা শহরে জনতাকে অভয় মূলক পরামর্শ দিচ্ছেন।