মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

সৌদি আরবে আটক ভৈরবের ৩৯ প্রবাসীর মুক্তির দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯ Time View

প্রতিনিধি, ভৈরব, জামাল আহমেদ : বিনা অপরাধে সৌদি আরবের রিয়াদের বিভিন্ন থানায় আটক কিশোরগঞ্জের ভৈরবের ৩৯ জন প্রবাসীর মুক্তির দাবি করেছে ভুক্তভোগীদের পরিবার। সৌদি সরকারের পুলিশ তদন্ত করার অজুহাতে তাদেরকে ১৪ মাস যাবত রিয়াদ শহরের বিভিন্ন থানা হাজতে আটক করে রেখেছে। রিয়াদের থানার হাজতে তারা মানবেতর জীবনযাপন করছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

ভুক্তভোগী পরিবারদের স‚ত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ আগস্ট সৌদি আরবের রিয়াদ শহরের ইশারা ডিরেকশন নামক স্থানে ভৈরবের লুন্দিয়া গ্রামের প্রবাসী দুটি পক্ষ তাদের পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়া সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনার খবর পেয়ে সৌদি আরবের সিআইডি পুলিশ ঘটনার দিন রাতে সেই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বাসা থেকে ৩৯ জনকে আটক করে রিয়াদের বিভিন্ন থানায় নিয়ে যায়।

আটককৃতরা এসব বিষয়ে অবগত ছিলনা বলে তাদের পরিবারের দাবি। ঘটনার দিন তারা রিয়াদ শহরের কর্মস্থলে কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে জানতে পারে তাদের এলাকার কতিপয় প্রবাসীরা পারিবারিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ করার পর তারা পালিয়ে গেছে। এতে কয়েকজন গুরুতর আহত হয়।

আটকের পর থেকে ১৪ মাস যাবত এখনও তারা থানায় আটক আছে। সৌদি সিআইডি পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। তবে ৩৯ জনের পরিবারের দাবি, আটককৃতরা বাড়িতে স্বজনদেরকে বলেছে তারা সংঘর্ষের সাথে জড়িত ছিল না। যারা সংঘর্ষে জড়িত তারা পালিয়েছে। ১৪ মাস যাবত তারা রিয়াদের থানায় আটক থাকায় সেখানে কাজকর্ম করতে পারছে না বা দেশেও আসতে পারছে না। এদিকে ৩৯ জনের পরিবার তাদের স্বজনদের আয়ের টাকা না পাঠাতে পারায় পরিবারগুলি অর্থকষ্টে মানবেতর দিন কাটাচ্ছে।

গতকাল সোমবার দুপুরে ভৈরবের লুন্দিয়া গ্রামের শীতলপাটি সেতুর উপর ৩৯টি ভুক্তভোগী পরিবার তাদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে। এসময় আটককৃতদের পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। তারা সরকারের কাছে আকুল আবেদন জানান আটককৃতদের মুক্তির ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনতে।

এ ঘটনায় ভৈরবের যারা সৌদি আরবের রিয়াদের থানায় ১৪ মাস যাবত আটক আছে তারা হলো : শ্রীনগর গ্রামের কামরুল হাসান, একই গ্রামের শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, শিমুলকান্দি গ্রামের মো. ইমান, ছোট রাজাকাটা গ্রামের কামাল মিয়া, একই গ্রামের মাছুম মিয়া, চাঁনপুর গ্রামের লতিফ মিয়া, তৌফিকুর রহমান, ছাগাইয়া গ্রামের রিজাউল ইসলাম, একই গ্রামের খায়রুল মিয়া, সোহেল রানা, মামুন মিয়া, ভবানীপুর গ্রামের মহিবুল্লাহ, সুলাইমানপুর গ্রামের আরমান মিয়া, চÐিবেড় গ্রামের পারভেজ আহমেদ, লক্ষ্মীপুর গ্রামের শ্রবাণ আহমেদ, লুন্দিয়া গ্রামের কাইয়‚ম, একই গ্রামের মো. হাসান, আবুল কালাম মোল্লা, সাগর মিয়া, ফারুক মিয়া, নরসিংদির বেলাব থানার সৌরভ মিয়া, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাউরখাড়া গ্রামের জাকির হোসেন, ভৈরবের গোছামারা গ্রামের শান্ত।

এবিষয়ে ভুক্তভোগী পরিবারের সিরাজুল ইসলাম জানান, যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে সৌদি পুলিশ আটক করতে না পেরে আমার ভাই শরীফুল ইসলামসহ ৩৯ জনকে আটক করে রাখে। আমরা সৌদিতে বাংলাদেশ দ‚তাবাসসহ এদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঘটনাটি অবগত করেছি। কিন্ত কোন প্রতিকার পাচ্ছি না। তিনি বলেন, আমরা এখন চিন্তিত।

জমিলা বেগম নামের এক মহিলা বলেন, আমার ছেলে ১৪ মাস যাবত বিনা অপরাধে রিয়াদের থানায় আটক। বাড়িতে টাকা পাঠাতে পারছে না, আমরা চিন্তিত। দুটি নাতি নিয়ে আমি কষ্টে আছি।

এ বিষয়ে ভৈরবের শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, আমার গ্রামেরসহ এলাকার ৩৯ জন সৌদি প্রবাসী ১৪ মাস যাবত সৌদির রিয়াদের বিভিন্ন থানায় বিনা অপরাধে আটক রয়েছে। তাদের মুক্তির বিষয়ে দ্রæত পদক্ষেপ নিতে তিনি সরকারের কাছে আবেদন জানান।

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রেদুয়ান আহমেদ রাফি জানান, ঘটনার বিষয়টির ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমি একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিব এবং কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করব।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty