আবু হানিফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি : সৌদি আরবের দাম্মামে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাসেল মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওর মাধ্যমে এই তথ্য জানা যায়।
নিহত রাসেল মিয়া পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি দাম্মাম শহরে আল ইয়ামামা কোম্পানিতে ৩ বছর ধরে চাকরি করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল মিয়া ২০২১ সালে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমায়। পরবর্তীতে অসুস্থতার কারণে দেশে আসেন চিকিৎসা করাতে। চিকিৎসা শেষে আবার চলে যান সৌদি আরবে।
এ দিকে রাসেল মিয়ার পাশের রুমে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, নিহত রাসেল পরিবারের সিদ্ধান্তের বিপক্ষে বিয়ে করেন তার মামাতো বোনকে।
তবে দুই পরিবারে মিল না হওয়ায় পরবর্তীতে দুইজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে রয়ে যায় পুরাতন প্রেমের সম্পর্ক। রাসেল মাঝে তার প্রয়াত স্ত্রীর সাথে একাদিক বার সাক্ষাৎও করেছেন। পরবর্তীতে আবার চলে যান সৌদি আরবে।
রুমম্যাট আরও জানান, মামাতো বোনকে বিয়ে করার জন্য রাসেলের সাথে তার পরিবারের বিবাদ লেগেই থাকতো। মামাতো বোন ছাড়াও একাদিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো বলে ধারনা করা হয়। এ কারণেই হয়তো এক
ধরণের হতাশা থেকে বেডের পাশে জানালায় গামছা বা মাফলার জাতীয় কিছু দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলের মৃত্যুর কথা জানাজানি হলে তার পরিবারের লোকজন দাবি করে ‘কেউ মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে’।